Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

কেরানীগঞ্জে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু, আহত ২

আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৫:৩৬ পিএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গণপিটুনিতে এক ছিনতাইকারী নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২১ মার্চ) সকাল ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার নাদুব্যাপারি নৌকাঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হাসান বলেন, “ঢাকার ইমামগঞ্জের ব্যবসায়ী জিনজিরা থেকে নাদুব্যাপারি নৌকা ঘাটে বুড়িগঙ্গা নদী পার হওয়ার সময় তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় ওই ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছিনতাইকারীদের আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলে এক ছিনতাইকারী নিহত হন। আহত হন আরও দুইজন।”

তিনি বলেন, “নিহতের মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানার একটি মামলা প্রক্রিয়াধীন আছে।”

   

About

Popular Links

x