Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশি

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করা হয় তাদের

আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ০৩:৩৯ পিএম

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রবিবার (৭ এপ্রিল) সকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের পর তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার বালাশহীদ গ্রামের সাজেদুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (২০) একই উপজেলার কপালের মোড় গ্রামের জাহিদুল ইসলামের ছেলে রতন মিয়া (২৫)। 

নওগাঁ নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, “ভোরে শরিফুল ও রতন মিয়া নিতপুর সীমান্তের ২৩০/৯-৫৫ এফ, পিলার এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যরা ভারতের কেদারী পাড়া এলাকা থেকে তাদের আটক করে।” 

পরে ঘটনাটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের জানানো হয়। 

তাদের আটকের পর মালদা হবিদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

   

About

Popular Links

x