Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে রাখে

আপডেট : ২১ মার্চ ২০২৫, ০৯:৪২ পিএম

রাজধানীর মিরপুরে মো. সেলিম (৩৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় কয়েকজন দুর্বৃত্ত তাকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখে। মিরপুর ১১ নাম্বারের পদ্মা বিল্ডিংয়ের সামনে এ ঘটনা ঘটে।

এসময় সেলিমের ভাই মো. বুলু আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।

বুলু জানান, তার ভাই সেলিম পাঞ্জাবিতে এমব্রয়ডারির কাজ করেন। ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় তাকে তিন-চারজন সন্ত্রাসী বুকে, পেটে এবং মাথায় কুপিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রাখে। তিনি সেলিমকে উদ্ধার করে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে।

জানা গেছে, সেলিমের পিতার নাম গোলাম মোহাম্মদ। তিনি বর্তমানে ১৫ নং লাইন মিরপুর ১২ পল্লবী রোডে থাকতেন।

 

   

About

Popular Links

x