Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিলেন স্বামী

আগুনে রুবিনার শরীরের ৭০% পুড়ে গেছে

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৫:২৬ পিএম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী শাকির মিয়াকে আটক করেছে পুলিশ

শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বগারচর ইউনিয়নের পেরিরচর গ্রামে এ ঘটনা ঘটে। আগুনে রুবিনার শরীরের ৭০% পুড়ে গেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে নিজ বাড়িতে স্ত্রী রুবিনা আক্তারের (২০) শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেন তার স্বামী শাকিল মিয়া। এ সময় রুবিনার ডাকচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে শাকিল মিয়া পালিয়ে যায়। পরে আহত রুবিনা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

চিকিৎসক জানান, আহত রুবিনার শারীরিক অবস্থা ভালো নয়। এ ঘটনায় শনিবার দুপুরে অভিযান চালিয়ে রুবিনার স্বামী শাকিল মিয়াকে আটক করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঢাকা ট্রিবিউনকে জানান, পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টার ঘটনায় স্বামী শাকিল মিয়াকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

   

About

Popular Links

x