রাজধানী ঢাকার ধানমন্ডির ২৭ নম্বরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিল থেকে আটক তিনজনকে দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শনিবার (২২ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে এ আদেশ দেন।
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার তিনজন হলেন- যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য লাবনী চৌধুরী, মো. রাজু আহমেদ ও মো. সিরাজুল ইসলাম।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক আসামিদের প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার সন্ধ্যায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় একটি মিছিল বের করে। তখন লোকজন ধাওয়া দিয়ে তিনজনকে মারধর করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে সাতজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।