Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মানিকগঞ্জে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার

নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের লাশ উদ্ধার করার করা হয়

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:২৮ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলায় পৃথক স্থান থেকে একদিনে তিন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২২ মার্চ) সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে উদ্ধার হওয়া নারীরা হলেন- সদর উপজেলার রানাদিয়া গ্রামের মো. রফিক মিয়ার মেয়ে তনিমা আক্তার (১৬) এবং শিবালয় উপজেলার শিবালয় এলাকার রেজাউল হকের স্ত্রী আফসানা আক্তার (১৮)

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের বাড়ি থেকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তার (১৬) নামের কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের সুটুরিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আফসানা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। ছাড়া সদর উপজেলার পশ্চিম শানবান্দা গ্রামে কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, “নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।”

   

About

Popular Links

x