Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

শাহবাগে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু, প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত

রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়

আপডেট : ২২ মার্চ ২০২৫, ০৯:৪২ পিএম

রাজধানীর শাহবাগে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় নুর ইসলাম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (২২ মার্চ) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে একজন রিকশাচালক তাকে উদ্ধার করে কর্মচারী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। এরপর হাসপাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

প্রযুক্তির মাধ্যমে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে বলে জানান পরিদর্শক এসআই মাহমুদ হাসান। তিনি জানান, ওই ব্যক্তির বাড়ি নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার কিসমত আব্দুল্লাহপুর গ্রামে।

সিসিটিভি ফুটেজ দেখে মোটরসাইকেলটির শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

   

About

Popular Links

x