Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ীর ৭৮ লাখ টাকা ছিনতাই

খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে

আপডেট : ২২ মার্চ ২০২৫, ১০:১৮ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ব্যবসায়ীর কাছ থেকে ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কের বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ঘটনা ঘটে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।

জানা গেছে, শনিবার ছিল মির্জাপুরের কাইতলায় সাপ্তাহিক গরুর হাট। তারা রাজশাহী থেকে গরু নিয়ে এসে ওই হাটে বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেট কারে ফিরছিলেন। পথে নয়াপাড়া এলাকায় -১০টি মোটরসাইকেল একটি মাইক্রো বাস তাদের প্রাইভেট কারের গতিরোধ করে এলোপাথাড়ি ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।

ছিনতাইকারীরা প্রাইভেট কারের কাচ ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সঙ্গে থাকা ৭৮ লাখ টাকা ভরতি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ব্যবসায়ীরা স্থানীয়দের সহযোগিতায় পুলিশে খবর দেন।

গরু ব্যবসায়ী পিয়ারোল জানান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা পালিয়ে যায়।

ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

   

About

Popular Links

x