Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঈদের আগে-পরে ৭ দিন মহাসড়কে ট্রাক,লরি, কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা

তবে এ সময় নিত্যপণ্যবাহী যান চলাচল করতে পারবে

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১১:৪৪ এএম

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ২৫ থেকে ২৮ মার্চ পর্যন্ত (চার দিন) মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ বন্ধ থাকবে। একইভাবে ঈদের পরের তিন দিনও মহাসড়কে  ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে। তবে এ সময় নিত্যপণ্যবাহী যান চলাচল করতে পারবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব জসিম উদ্দিনের স্বাক্ষরিত সম্প্রতি এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রোজার ঈদ উপলক্ষ্যে সড়ক মহাসড়ক, সেতু ও রেলপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে গত ৯ মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে বিদ্যুৎ ভবনে সভা হয়। ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, “আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৫ হতে ২৮ মার্চ, ২০২৫ পর্যন্ত এবং ঈদ পরবর্তী ৩ দিন মহাসড়কে ট্রাক, কভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখা হবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনসমূহ এর আওতামুক্ত রাখতে হবে। বিষয়টি বিআরটিএ কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে সকলকে অবহিত করতে হবে।”

   

About

Popular Links

x