Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সেহরির সময় সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩

নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১২:৪৮ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদ এলাকায় গ্যাসের সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।

রবিবার (২৩ মার্চ) সেহরির সময় এই ঘটনা ঘটে। আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আহতরা হচ্ছেন- রুনা আক্তার (৪০), হারুন উর রশিদ (৬০) ও মিম (১৭)। তাদের মধ্যে রুনার শরীরের ৬২% এবং হারুন ও মিমের শরীরের ১% পুড়ে গেছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, “আমরা জানতে পারি সেহরির সময় ফতুল্লায় তল্লা মসজিদের পাশে মামুনের টিন সেট বাসায় বোতলজাত গ্যাসের চুলা জ্বালাতেই বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছুটি দেওয়া হয়েছে।”

   

About

Popular Links

x