জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক বিসিএস লিখিত পরীক্ষার সিলেবাস থেকে গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা বিষয় বাদ দেওয়ার সুপারিশের প্রতিবাদে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন চেয়ারম্যান অধ্যাপক ড. মোবশ্বের মোমেনকে বাংলাদেশ গণিত সমিতি স্মারকলিপি প্রদান করে।
রবিবার (২৩ মার্চ) বাংলাদেশ গণিত সমিতির সভাপতি ও পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কর্ম কমিশন সচিবালয়ে উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. শরীফ হোসেন এবং বাংলাদেশ গণিত সমিতির প্রফেসর ড. মোহাম্মদ বাবুল হাসান, প্রফেসর ড. অমূল্য চন্দ্র মণ্ডল, প্রফেসর ড. মাহাতাব উদ্দিন আহমেদ, প্রফেসর রায়হানা তসলিম, মো. রফিকুল ইসলাম ও কাজী খায়রুল বাসার।