Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দুই সপ্তাহব্যাপী ‘জুলাই রিভাইভ’ কর্মসূচি ঘোষণা  

মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন ঢাবির একদল শিক্ষার্থী

আপডেট : ২৩ মার্চ ২০২৫, ০৬:৪৮ পিএম

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী ২ সপ্তাহ ‘‘জুলাই রিভাইভ’’ কর্মসূচি ঘোষণা করেছে ‘‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’’৷

রবিবার (২৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন প্লাটফর্মটির সংগঠক মুসাদ্দিক আলী ইবনে মুহাম্মদ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মসূচি অনুযায়ী আগামী দুই সপ্তাহ আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে শহিদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ, গণসংযোগ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাৎ, নাগরিক সমাজের ব্যক্তিবর্গের সাক্ষাৎ, অনলাইন-অফলাইন প্রচার-প্রচারণা, দেয়াল লিখন- শীর্ষক প্রচারণামূলক কর্মসূচি সারাদেশ ব্যাপী অনুষ্ঠিত হবে।

প্লাটফর্মটির সংগঠক মোসাদ্দেক বলেন, “আমরা গত কয়েকদিন যাবৎ গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার মধ্যে ঐকমত্য রয়েছে বলেই বিগত কর্মসূচিগুলোতে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এ পর্যায়ে আন্দোলনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা আগামী দুই সপ্তাহের জন্য “জুলাই রিভাইভস” কর্মসূচি ঘোষণা করছি।”

তিনি আরও বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কর্তব্য ছিল আহতদের চিকিৎসা নিশ্চিত করা এবং শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসন নিশ্চিত করা। দ্বিতীয় কর্তব্য হওয়া উচিত ছিল জুলাই গণহত্যার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এবং গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা। কিন্তু সরকার কোনো ক্ষেত্রেই আশানুরূপ পদক্ষেপ গ্রহণ করতে পারেনি।”

নতুন প্লাটফর্মের এই সংগঠক আরও বলেন, “আহতদের এখনো নিজেদের চিকিৎসার জন্য আন্দোলন করতে হচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। আমরা সরকারের প্রতি আহ্বান জানায় যে জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না। ছাত্রজনতা এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। গড়িমসি বন্ধ করে অনতিবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ করুন। যদি আপনারা সেটি না করে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, জুলাই শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করার দুঃসাহস দেখান, তাহলে আপনাদের পরিণতিও কিন্তু ভালো হবে না।”

   

About

Popular Links

x