Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

রঞ্জুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০১:২৪ পিএম

রাজধানী ঢাকায় এক চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।

রবিবার (২৩ মার্চ) মধ্যরাতে রঞ্জু (৪৫) নামের ওই রিকশচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠিয়েছি পুলিশ।

এর আগে, রবিবার দুপুরে রাজধানীর সবুজবাগ এলাকার দক্ষিণগাঁও আমিন মোহাম্মদ গ্রুপ ও গ্রীন মডেল টাউনের “ই” ব্লকের ১১ নম্বর রোডের একটি খালি প্লট থেকে ঐ রিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন দেবনাথ।

তিনি জানান, নিহতের মুখসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। তার গলায় গামছা গিঁট দেওয়া অবস্থায় ছিল। লাশে পচন ধরে গেছে।

পুলিশের প্রাথমিক ধারণা, রঞ্জুকে শ্বাসরোধে হত্যা করে গুমের জন্য ওই স্থানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। তাকে ২-৩ দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

এসআই সুমন দেবনাথ জানান, ব্যাটারিচালিত অটোরিকশাচালক রঞ্জু ২-৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। দুর্বত্তরা তাকে হত্যা করে অটোরিকশাটি নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x