Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

যান্ত্রিক ত্রুটিতে মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ

স্বয়ংক্রিয় সিস্টেমে পরিচালিত বলে সবগুলো ট্রেন স্ব-স্ব স্থানে আটকে পড়ে

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০৪:৩০ পিএম

মেট্রোরেলের একটি ট্রেন যান্ত্রিক ত্রুটির কারণে আটকে যায়। স্বয়ংক্রিয় সিস্টেমে মেট্রোরেল চলাচল করে এজন্য বাকি ট্রেনগুলোও স্ব-স্ব স্থানে আটকে যায়। ফলে যাত্রাপথে ভোগান্তির শিকার হয়েছেন মেট্রোরেলের যাত্রীরা।

সোমবার (২৪ মার্চ) ডিএমটিসিএলের কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, একটা ট্রেনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেই ট্রেনটিকে আগারগাঁওয়ে সাইড করা হচ্ছে। সেটার কাজ শেষ হলেই বাকি ট্রেনগুলো চলাচল শুরু করবে। এটার জন্য হয়ত বেশি সময় লাগবে না।

আরও জানা গেছে, একটি ট্রেনের ব্রেকে জটিলতা তৈরি হয়েছিল। পরে দুপুর ৩টা ৪০ মিনিট থেকে বিকাল ৪টা ৭ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। ৪টা ৮ মিনিট থেকে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে।

   

About

Popular Links

x