Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে ভাড়াটিয়ার মারধরে বাড়ির মালিক নিহত

পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে নারী মালিককে মারধর করে হত্যার অভিযোগ

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:৪৫ পিএম

রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে ভাড়াটিয়ার মারধরে মনি বেগম (৩৫) নামের বাড়ির মালিক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে এ ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।

জানা গেছে, মনি বেগমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে রাত পৌনে ৭ টার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

নিহতের স্বামী পরিবহন ব্যবসায়ী মো. আনিস বলেন, “আমাদের ভাড়াটিয়া সুলতান আমার স্ত্রী মনির কাছ থেকে এক মাস আগে ৪০ হাজার টাকা ধার নেন। পরে সময়মতো টাকা ফেরত দেননি। আজ ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে সুলতানের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে সুলতান আমার স্ত্রীর তলপেটে লাথি মারেন। এসময় মনি মাটিতে পড়ে যায়। এরপর সুলতানের স্ত্রী মমতাজ, মেয়ে মুন্নি ও ছেলে মনিকে মারধর করে ফেলে রাখে। পরে আমরা মনিকে হাসপাতালে নিয়ে যাই।

আনিস আরও বলেন,  “ভাড়াটিয়ার পরিবারের সদস্যরা উল্টো অভিযোগ দিতে থানায় যায়। সেখানে তাদেরকে আটক করা হয়েছে।” 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, “ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে। আমাদের এখানে কয়েকজন এসেছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

জানা গেছে, নিহত বাড়ির মালিক মনি বেগমের বাড়ি শেরপুর সদর উপজেলার গাজীর খামার এলাকায়। বর্তমানে কড়াইল বস্তির বেলতলা আদর্শনগরে পরিবারের সঙ্গে থাকতেন। নিহত মনির দ্বিতীয় স্বামী আনিস। আনিসের দ্বিতীয় স্ত্রী মনি।

অন্যদিকে, ভাড়াটিয়ার পরিবার নিহত মনির টিনসেড বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

 

   

About

Popular Links

x