Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাভারে আবারও চলন্ত বাসে ডাকাতি

দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও নগদ অর্থ লুট

আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১০:৫৮ পিএম

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের সিএন্ডবি এলাকায় চলন্ত বাসে যাত্রীদেরকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় বেশ কিছু মোবাইল ফোন, এলইডি টিভি ও নগদ অর্থ লুট করে নিয়ে যায় ডাকাত দল।

সোমবার (২৪ মার্চ) রাত ৮টার দিকে রেডিও কলোনি থেকে একটু সামনে সিএন্ডবি সংলগ্ন এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এসময় ডাকাতদল বাসে উঠে দেশীয় অস্ত্র ও চাকু ব্যবহার করে সবাইকে ভয় দেখিয়ে ২০টি মোবাইল ফোন, এলইডি টিভি ও নগদ অর্থ লুট করে বিপিএটিসি এলাকায় নেমে যায়।

যাত্রীদের সূত্রে জানা যায়, শুভযাত্রা পরিবহনের গাড়িটি রেডিও কলোনি এলাকায় পৌঁছালে আনুমানিক পাঁচজন লোক গাড়িতে উঠে। একপর্যায়ে সিএন্ডবি এলাকায় এলে ড্রাইভারের গলায় ছুরি ধরে দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদেরকে জিম্মি করে মোবাইল ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়। এক পর্যায়ে গাড়িটির ড্রাইভার বাসের ভেতরের লাইট বন্ধ করে দিলে সবাই আতংকিত হয়ে পড়েন। পরে গাড়িটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পৌঁছালে গাড়িতে থাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে নিয়ে গেলে ড্রাইভার লাইট বন্ধ করার সঠিক কোনো কারণ বলতে না পারায় ড্রাইভার ও হেল্পারসহ তারা গাড়িটি আটকে রাখে।

এ বিষয়ে শুভযাত্রা পরিবহনের ওই বাসের যাত্রী ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী আব্দুল হাকিম বলেন, “সাভার থেকে ক্যাম্পাসে ফিরছি একটা ইফতার পার্টি থেকে। আসার পথে বিপিএটিসি এলাকায় শুভযাত্রা পরিবহন (আমরা যে বাসে আসছিলাম) থামায় এবং বেশ কয়েকজন ডাকাত বড় বড় ছুরি, অস্ত্র নিয়ে বাসে উঠে চোখের নিমিষে বাসের সামনের কয়েকজন যাত্রীর সর্বস্ব লুট করে। আর পেছন থেকে মাঝমাঝি একজন যাত্রীকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা বেশ মোটা অঙ্কের টাকা লুট করে নিয়ে যায়। সংশ্লিষ্টতা সন্দেহে শুভযাত্রা পরিবহনের বাস এবং চালক-হেল্পারকে ক্যাম্পাসে নিয়ে আসা হয়েছে।”

লাইট বন্ধ করার কারণ জানতে চাইলে বাসের ড্রাইভার বলেন, “আমি বাসের লাইট ইচ্ছাকৃতভাবে বন্ধ করিনি। সেসময় চাপ লেগে লাইট বন্ধ হয়ে যায়।”

   

About

Popular Links

x