Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাড়ি ছিনতাইয়ের অভিযোগে বুয়েটের সাবেক শিক্ষার্থী পিস্তলসহ গ্রেপ্তার

প্রযুক্তি ব্যবহারে দক্ষ ওই ব্যক্তি টেস্ট ড্রাইভের কথা বলে শো-রুমের ব্যক্তিকে পিস্তল দেখিয়ে হ্যারিয়ার গাড়ি নিয়ে চলে যায়

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০১:৫৭ পিএম

রাজধানীর শাহবাগ এলাকা থেকে টেস্ট ড্রাইভের কথা বলে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি ছিনতাইয়ের ঘটনায় গাড়ি ও বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ।

সোমবার (২৪ মার্চ) রাত সোয়া ৩টার দিকে গুলশান থানার ৪১ নাম্বার রোডের একটি হোটেলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম আহসান আহমেদ মাসুম (৩৬)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ছিনতাই হওয়া জিপ গাড়ি, একটি ম্যাগজিনসহ পাঁচ রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আহসান আহমেদ বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী এবং প্রযুক্তি ব্যবহারে অত্যন্ত দক্ষ। তিনি একজন পেশাদার অপরাধী। এর আগে ছিনতাইসহ এরকম বহু অপরাধের সঙ্গে তিনি জড়িত বলে স্বীকার করেছেন। তিনি গাড়ি ছিনতাই করে পরবর্তীতে গাড়ির মালিকদের কাছে গাড়ি ফিরিয়ে দেওয়ার কথা বলে অর্থ দাবি করতেন। গ্রেপ্তার মাসুমের বিরুদ্ধে বিভিন্ন থানায় গাড়ি ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, পরীবাগ গার্ডেন টাওয়ারে অবস্থিত হুইল ডিলস্ নামের একটি গাড়ির শো-রুম রয়েছে। ৭ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে অজ্ঞাতনামা একজন ব্যক্তি ফোন করে টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি ক্রয় করার জন্য শো-রুমের মালিক মাশরুর নাঈরের সঙ্গে কথা বলেন। কথাবার্তার এক পর্যায়ে মাশরুর সেই ব্যক্তিকে তার বাসার গ্যারেজে গাড়ি দেখার জন্য আসতে বলেন। পরদিন রাতে সাড়ে ৭টার দিকে সেই ব্যক্তি বাসার গ্যারেজে আসেন এবং গ্যারেজের বাইরে আরও দুইজন অবস্থান করেন। পরবর্তীতে একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য মাশরুরের চাচাত ভাই পিয়াল মাহমুদকে নিয়ে সেই অজ্ঞাতনামা তিনজন ব্যক্তি গাড়িটিতে ওঠেন। তারা গাড়িটি চালিয়ে রাত সোয়া ৮টার শাহবাগে পিজি হাসপাতালের সামনে মেট্রোরেল স্টেশনে আসেন। তখন গাড়িটি থামিয়ে তাদের একজন পিয়াল মাহমুদের মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে গাড়ি থেকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে চলে যান। জিপ গাড়ির আনুমানিক মূল্য ৮৫ লক্ষ টাকা। ঘটনার কিছুক্ষণ পর ছিনতাইকারীরা মাশরুর নাঈরের হোয়াটসঅ্যাপে একটি বার্তা দিয়ে মামলা না করার জন্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি না জানানোর জন্য হুমকি দেয়। এ ঘটনায় গাড়ির মালিক মাশরুর নাঈরের অভিযোগের ভিত্তিতে শাহবাগ থানায় ৯ মার্চ একটি মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করা হয়। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

   

About

Popular Links

x