Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ট্রেনের সংঘবদ্ধ টিকেট কালোবাজারি চক্রের ৮ জন গ্রেপ্তার

র‍্যাব জানায়, রেলের কর্মী ও সহজ ডটকমের যোগসাশজে ট্রেনের টিকেট কালোবাজারি হয়

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৪:৫১ পিএম

রাজধানীর বিমানবন্দর ও কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ে টিকেট কালোবাজারি চক্রের মূলহোতাসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। সংস্থাটি জানিয়েছে, রেলের অসাধু কর্মী ও সহজ ডটকমের যোগসাশজে ট্রেনের টিকেট কালোবাজারি হয়।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে উত্তরায় র‍্যাব-১ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এর আগে, সোমবার তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চক্রের মূলহোতা উত্তম চন্দ্র দাস (৩৪), তার ঘনিষ্ঠ সহযোগী হাবীব আহমেদ (২৬), মো. ফারুক (৫৫), আব্দুল্লাহ আল মুমিন (৩০), প্রকাশ চন্দ্র রায় (৩৪), বাংলাদেশ রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী মো. জুবায়ের (২৯), মো. সোহেল রানা (২১) ও চক্রের অন্যতম গ্রাহক কামরুজ্জামান (৩৫)।

সংবাদ সম্মেলনে র‍্যাব ১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মোহাম্মদ জাকিউল করিম বলেন, “রেলের কিছু অসাধু কর্মী এবং সহজ ডটকমের সদস্যদের সহযোগিতায় টিকেট কালোবাজারি হতো। সোমবার অভিযান চালিয়ে ছয়জনকে বিমানবন্দর রেলস্টেশন এবং দুইজনকে কমলাপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী।”

তিনি বলেন, “রেলওয়ের শতভাগ টিকেট অনলাইন প্লাটফর্ম সহজ ডটকমের মাধ্যমে বিক্রি করছে। কিন্তু ঈদ উপলক্ষে ট্রেনের টিকেট ছাড়ার সঙ্গে সঙ্গে টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ পাওয়া যায়। র‌্যাব-১ এর একটি দল বিভিন্ন রেলওয়ে স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। বিভিন্ন রেলওয়ে স্টেশন হতে টিকেট কালোবাজারি চক্রের শিকড়ের অনুসন্ধানে তৎপর হয়।”

তিনি আরও বলেন, “চক্রের সঙ্গে জড়িতদের ধরতে বিমানবন্দর স্টেশন এলাকায় ফাঁদ পাতা হয়। ওই ফাঁদে প্রথমে পা দেন চক্রের মূলহোতা উত্তম চন্দ্র দাস। তাকে বিমানবন্দর স্টেশন এলাকা থেকে একটি অনলাইন টিকেটের প্রিন্টেড কপিসহ গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে র‌্যাব ১ এর গোয়েন্দা দল ঢাকার কাওলা থেকে তারই ঘনিষ্ঠ সহযোগী হাবীব আহমেদ, ফারুক এবং রেলওয়ের আউটসোর্সিং কর্মচারী জুবায়েরকেকে তিনটি অনলাইন টিকেটের প্রিন্টেড কপিসহ গ্রেপ্তার করে।”

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, চক্রের মূলহোতা ঈদ মৌসুমে ৫০০ থেকে ৭০০ টিকেট কালোবাজারির মাধ্যমে লাখ লাখ টাকা আয় করেন। আটক ব্যক্তিদের কাছ থেকে ১২টি মোবাইল ফোন এবং তিন লাখ টাকা ও বেশ কিছু অনলাইন টিকেটের প্রিন্ট কপি জব্দ করা হয়েছে।

   

About

Popular Links

x