Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আইএসপিআর: ইন্ডিয়া টুডে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে মিথ্যা তথ্য প্রচার করেছে

ইন্ডিয়া টুডেকে ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আইএসপিআর

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৫:৩১ পিএম

ভারতের সংবাদমাধ্যম “ইন্ডিয়া টুডে” বাংলাদেশ সেনাবাহিনীতে “সামরিক ক্যু” উল্লেখ করে যে প্রতিবেদন প্রচার করেছে তা মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

মঙ্গলবার (২৫ মার্চ) আইএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়। 

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর নজরে এসেছে যে, ইন্ডিয়া টুডে আবারও বাংলাদেশ সেনাবাহিনীর একটি রুটিন সভা সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে। আজ (২৫ মার্চ) প্রকাশিত “প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অভ্যুত্থানের সম্ভাবনার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর জরুরি বৈঠক” শীর্ষক প্রতিবেদনটি সাংবাদিকতার অসদাচরণ এবং এক সময়ের স্বনামধন্য একটি সংবাদমাধ্যমের মিথ্যা তথ্যের প্রচারক হয়ে ওঠার একটি উজ্জ্বল উদাহরণ।

আইএসপিআর জানায়, বিশ্বাসযোগ্য সূত্র বা কোনো যাচাইযোগ্য প্রমাণের অভাবে এই প্রতিবেদনটি বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে ভিত্তিহীন গুজব ছড়ানোর আরেকটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে। প্রতিবেদনে উপস্থাপিত তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং “আসন্ন অভ্যুত্থানের” দাবি সম্পূর্ণরূপে অসাদাচরণমূলক। এটা খুবই দুঃখজনক যে, ইন্ডিয়া টুডে যথাযথ অধ্যবসায় বা সাংবাদিকতার সততার প্রতি দায়িত্বশীল প্রতিশ্রুতি ছাড়াই চাঞ্চল্যকর বিবরণ প্রকাশ করে চলেছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা এই প্রথম নয়। এই ধরনের মিথ্যা অপবাদ যে প্রচার করা অব্যাহত রয়েছে তা ইন্ডিয়া টুডের সম্পাদকীয় অনুশীলনের একটি উদ্বেগজনক প্রতিফলন, যা চাঞ্চল্যকর গল্প তৈরি হওয়ার দিকে সরে গেছে বলে মনে হয়। বাংলাদেশ সেনাবাহিনী জাতির সেবার প্রতি তার অঙ্গীকারে অবিচল এবং গণতন্ত্র ও শান্তির নীতি সমুন্নত রাখার কাজ অব্যাহত রাখবে। আমরা ইন্ডিয়া টুডেসহ সব সংবাদমাধ্যমকে দায়িত্বশীল সাংবাদিকতায় যুক্ত হওয়ার এবং ভিত্তিহীন ও ক্ষতিকারক যা এই দুই মহান দেশের জনগণের মধ্যে অপ্রয়োজনীয় বিভাজন ও অবিশ্বাস তৈরি করে তা প্রকাশ করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

   

About

Popular Links

x