Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

দাখিল পরীক্ষার রুটিনে আবারও পরিবর্তন

মাদ্রাসা শিক্ষা বোর্ড এ নতুন রুটিন প্রকাশ করেছে

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০২:৫৭ পিএম

২০২৫ সালের দাখিল পরীক্ষার রুটিনে আবারও পরিবর্তন আনা হয়েছে। নতুন রুটিনে বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে।

বুধবার (১৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ নতুন রুটিন প্রকাশ করেছে।

নতুন রুটিন অনুযায়ী, বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ২০ এপ্রিল। আর উচ্চতর গণিতের পরীক্ষা নতুন রুটিনে অনুষ্ঠিত হবে আগামী ১৫ মে। আগের রুটিনে এ পরীক্ষা হওয়ার কথা ছিল ১৩ মে।

এর আগে ১৬ মার্চ এক বিজ্ঞপ্তি মাদ্রাসা শিক্ষা বোর্ড জানিয়েছিল, ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে। এবার বাংলা প্রথম পত্র ও উচ্চতর গণিত পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলো।

দাখিল পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু, শেষ হবে ১৫ মে। আগের রুটিন পরীক্ষা ১৩ মে শেষ হওয়ার কথা ছিল। ব্যবহারিক পরীক্ষার তারিখ বদলে গেছে। এখন ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৬ থেকে ২০ মে পর্যন্ত।

   

About

Popular Links

x