Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

আগামী কয়েকদিন সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০২:৪৭ পিএম

আগামী কয়েকদিন সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানা গেছে।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “আগামী কয়েকদিন তাপমাত্রা আরও দুই এক ডিগ্রি বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। তবে চট্টগ্রামের দিকে কিছু এলাকায় ২৯/৩০ তারিখের দিকে হালকা বৃষ্টির পূর্বাভাস আছে।”

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

একইভাবে বৃহস্পতিবার (২৭ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এছাড়া আগামী শুক্রবার (২৮ মার্চ) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙ্গামাটিতে ৩৫.৫ আর সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

   

About

Popular Links

x