Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বঙ্গবন্ধুকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে ফেসবুকে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি

তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৩:৩৮ পিএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক উল্লেখ করে “এসিল্যান্ড সরাইল” নামক ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দেওয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৬ মার্চ) সকালে পোস্টটি দেওয়া হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে।

জানা গেছে, এসিল্যান্ড সিরাজুম মুনিরা অন্নদা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার পর সেখানে উপস্থিত উপজেলা বিএনপির নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। এরপর তিনি মাঠ থেকে দ্রুত ফিরে আসেন। পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টার মধ্যে পোস্টটি মুছে ফেলা হয়। পরে অপর একটি পোস্টে বলা হয়, প্রথম পোস্টটি ফেসবুক হ্যাক করে করা হয়েছে। তবে এই ঘটনাকে সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে নাটক দাবি করে তার দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

এরপরই সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরাকে তার দায়িত্ব থেকে প্রাথমিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইন।

যা লেখা ছিল ফেসবুক পোস্টটিতে

“পৃথিবীর বুকে বাংলার নাম আজ উজ্জ্বল, লড়াইয়ের ইতিহাসে লেখা হলো অনন্য মহিমা, সেখানে বীরত্বের গান বাজে নিঃশব্দে, শাসকগোষ্ঠীর শৃঙ্খল ভেঙে মুক্তির সীমানা। ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নির্মম গণহত্যা চালায়। সেদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন- বাংলাদেশ স্বাধীন! এরপর শুরু হয় আমাদের মুক্তিযুদ্ধ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের পর ১৬ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়, কিন্তু এর ভিত্তি স্থাপিত হয়েছিল ২৬শে মার্চেই। তাই এই দিনটি আমাদের স্বাধীনতার প্রতীক, সংগ্রামের চেতনা এবং আত্মত্যাগের মহিমায় উজ্জ্বল।”

“আমাদের স্বপ্ন- একটি দুর্নীতিমুক্ত, প্রযুক্তিনির্ভর, উন্নত বাংলাদেশ। যেখানে সব নাগরিকের সমান অধিকার থাকবে, শিক্ষার মান আরও উন্নত হবে, অর্থনীতি হবে স্বনির্ভর এবং সর্বোপরি-গণতন্ত্র, মানবাধিকার ও ন্যায়বিচার থাকবে সুসংহত। অর্জিত স্বাধীনতা কেবল একটি ঘটনা নয়, জীবনধারার প্রাত্যহিকতায় মুক্তির আবেশ দায়িত্ব এ দেশের প্রতিটি সন্তানের কাঁধে, আগামী দিনে গড়তে হবে সোনার বাংলাদেশ। মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা...”

এই বিষয়ে জানার জন্য সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিরাজুম মুনিরা কায়ছানের মোবাইল মোবাইল ফোনে একাধিকবার কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন জানান, এসিল্যান্ড দাবি করেছেন, লেখাটি তিনি লেখেননি। এ আইডির পাসওয়ার্ড অনেকের কাছে ছিল। জেলা প্রশাসক বলেছেন, তাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আপাতত তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করার নির্দেশনা দিয়েছেন। তদন্তের পর আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে তার বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

About

Popular Links

x