Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশের ৭ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ

আগামী ২৪ ঘণ্টা এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ০৯:৩৫ পিএম

দেশের ৭টি অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় এই মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। একইসঙ্গে সারাদেশের দিন-রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। এতে করে গরমের অনুভূতি কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার (৩ দিনের) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এলাকাগুলো হলো- রাজশাহী, রাঙ্গামাটি, ফেনী, সীতাকুন্ড, বাগেরহাট, যশোর ও পটুয়াখালী।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা সম্পর্কে বলা হয়, ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়াও সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

   

About

Popular Links

x