Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাসস এমডি মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত

প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের প্রেস ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রেস ক্লাব সভাপতি হাসান হাফিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার সদস্যপদ স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যবস্থাপনা কমিটির একজন সদস্যের মানহানি এবং সাংবাদিক ইউনিয়নের স্বার্থবিরোধী কর্মকাণ্ডের দায়ে সদস্য মাহবুব মোর্শেদের সদস্যপদ স্থগিত করা হলো। জাতীয় প্রেস ক্লাবের গঠনতন্ত্রের ১৩-এর ক ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৫ মার্চ সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে ক্লাব ব্যবস্থাপনা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।

   

About

Popular Links

x