Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল

১০টি ক্যাটাগরিতে ৬৪০ জনকে সরাসরি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৭:৫১ পিএম

মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে জনবল নিয়োগে আউটসোর্সিং বাতিল করা হয়েছে। তবে, ৮ম পর্যায়ের জনবল নিয়োগের জন্য অর্থ বিভাগ সম্মতি দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগ-১ এর ২৩ অধিশাখা গত ২৫ মার্চ এ সংক্রান্ত পত্র জারি করেছে।

পত্রে জানানো হয়েছে, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৮ম পর্যায়ের ১০ ক্যাটাগরিতে মোট ১২৪টি পদ প্রেষণে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। এই পদগুলোর মধ্যে রয়েছে পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক, পিএ, ফিল্ড সুপারভাইজার, ক্যাশিয়ার কাম হিসাব সহকারী, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক এবং ডাটা এন্ট্রি অপারেটর।

এছাড়া, ১০টি ক্যাটাগরিতে ৬৪০ জনবল সরাসরি নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে। পদগুলোর মধ্যে রয়েছে- সহকারী পরিচালক, হিসাবরক্ষণ কর্মকর্তা, ফিল্ড অফিসার, মাস্টার ট্রেইনার, ফিল্ড সুপারভাইজার, হিসাবরক্ষক, ক্যাশিয়ার, উচ্চমান সহকারী, কম্পিউটার অপারেটর, কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী, স্টোর কিপার এবং আরঅ্যান্ডডি ক্লার্ক।

তবে, ড্রাইভিং, অফিস কর্ম সহায়ক, ক্লিনার বা সুইপার এবং সিকিউরিটি গার্ড ক্যাটাগরির ২৩টি পদ আউটসোর্সিংয়ের মাধ্যমে সেবা ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

এ বিষয়ে গত ২০ মার্চ তারিখে জারিকৃত ৩৭৬ স্মারকভুক্ত আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশের কার্যবিবরণীটি বাতিল করা হয়েছে।

   

About

Popular Links

x