Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

৬ ডলারে নামছে না রোহিঙ্গাদের খাদ্য সহায়তা, কমছে ৫০ সেন্ট

আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৯:২৬ পিএম

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীরাদের জন্য খাদ্য সহায়তা সাড়ে ৬ ডলার কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এখন থেকে জনপ্রতি এই বরাদ্দ হবে মাসিক ১২ ডলার। এতদিন যা ছিল সাড়ে ১২ ডলার। ফলে এখন ৫০ সেন্ট করে বরাদ্দ কমছে।

সাম্প্রতিক এক চিঠিতে সংস্থাটি জানিয়েছে বলে সংবাদমাধ্যম বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বিবিস বাংলাকে বলেন, "এই ৫০ সেন্ট খাদ্য ফর্টিফাইড (পুষ্টি উপাদান যোগ) করার কাজে ব্যয় হতো যা এখন থেকে হয়তো আর করা সম্ভব হবে না।”

উল্লেখ্য, মার্চের শুরুতে ডব্লিউএফপি তহবিল সংকটের উল্লেখ করে জরুরি নতুন তহবিল পাওয়া না গেলে রোহিঙ্গাদের মাসিক রেশন জনপ্রতি সাড়ে ১২ ডলার থেকে কমিয়ে ৬ ডলারে নামিয়ে আনার কথা জানিয়েছিল। রোহিঙ্গাদের পূর্ণ রেশন চালিয়ে যেতে এপ্রিলেই জরুরিভাবে দেড় কোটি ডলার এবং এ বছরের শেষ নাগাদ মোট ৮ কোটি ১০ লাখ ডলার প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছিল। তবে এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এলো সংস্থাটি।

মিজানুর রহমানের ধারণা, বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা, জাতিসংঘ মহাসচিবের সফর - এসব সিদ্ধান্ত পুনর্বিবেচনায় প্রভাব রেখেছে।

 

বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। মিয়ানমারে সামরিক অভিযান ও সহিংসতার মুখে তাদের বেশিরভাগই ২০১৭ সালে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন।

   

About

Popular Links

x