Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

মোটরসাইকেলে পুলিশকে দেখে চাপা দেওয়ার অভিযোগ

আপডেট : ২৭ মার্চ ২০২৫, ১১:০৫ পিএম

ঢাকার সাভারে মোটরসাইকেলে পুলিশকে দেখে ইচ্ছাকৃতভাবে এক ট্রাক চালক চাপা দিয়েছে বলে অভিযোগ ওঠেছে। এতে ঘটনাস্থলেই ফজলু হক (৪০) নামের পুলিশের এক উপপরিদর্শকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত ফজলু হক সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, “নিহত ফজলু মোটরসাইকেলে করে সাভারের দিকে আসছিলেন। এসময় উল্টো পথে দ্রুতগতিতে আসা একটি ট্রাক পুলিশের মোটরসাইকেল দেখে ইচ্ছাকৃতভাবে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্যের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে।”

এ ঘটনায় চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

   

About

Popular Links

x