Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

দায়ের কোপে বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

অভিযুক্তকে আটক করেছে পুলিশ

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৯:৫২ এএম

সিলেটের গোলাপগঞ্জে দায়ের কোপে বাবাকে হত্যার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের পালপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম দুলু মিয়া (৬০)। আটক যুবকের নাম সুলতান আহমদ (৩৩)। তিনি সাত মাস আগে ফ্রান্স থেকে স্থায়ীভাবে দেশে ফেরেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে ফেরার পর থেকে বিভিন্ন বিষয় নিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো সুলতান আহমদের। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝগড়ার একপর্যায়ে নিজ বাড়িতে বাবাকে দা দিয়ে কুপিয়ে জখম করেন তিনি। এতে ঘটনাস্থলেই মারা যান দুলু মিয়া।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বলেন, ‘‘সুলতান আহমদ ৭ মাস আগে প্রবাস থেকে দেশে ফেরেন। ফেরার পর থেকে নানা বিষয়ে পরিবারের সঙ্গে ঝামেলা লেগেই ছিল। বৃহস্পতিবার বিকালে কলহের একপর্যায়ে দা দিয়ে ঘাড়ে কোপ দিলে ঘটনাস্থলেই মারা যান দুলু মিয়া। মরদেহের ময়নাতদন্ত হবে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।’’

   

About

Popular Links

x