Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২

লাশ উদ্ধার করে তদন্তের জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ১১:৫০ এএম

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া টাইলস মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় মুরগীর খামারি (পোল্ট্রি ব্যবসায়ীসহ) ২ জন নিহত হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, “চালক ও মুরগী খামারি জিয়ারুল রাতে পিকআপ ভ্যানে মুরগী নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়।”

অজ্ঞাত গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x