Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বনানীতে বাস উল্টে ৪২ জন আহত

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর

আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০১:০১ পিএম

ঢাকার বনানীতে “পরিস্থান পরিবহনের” একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ৪২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

শুক্রবার (২৮ মার্চ) ভোরে শ্রমিকদের নিয়ে ঢাকা থেকে গাজীপুরের কালিগঞ্জ এলাকায় যাওয়ার পথে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়।

“পরিস্থান পরিবহনের” বাসটি কালিগঞ্জ এলাকার “পূর্বাচল অ্যাপারেল লিমিটেড” নামের একটি কারখানার শ্রমিকদের আনা-নেওয়া করত বলে জানিয়েছে পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, “ফজরের পর পরই এই ঘটনা ঘটে। আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে ইউটার্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। বাসের চালক-সহকারীসহ সব শ্রমিকই কমবেশি আহত হয়েছেন।”

বাসটি কেন এবং কী কারণে উল্টে গেলো তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

   

About

Popular Links

x