Wednesday, March 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

মোটরসাইকেল না পেয়ে হবিগঞ্জে স্কুলছাত্রের আত্মহত্যা

মঙ্গলবার ভোরে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ০৭:২১ পিএম

মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে হবিগঞ্জে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার ভোরে নিজ ঘর থেকে পুলিশ তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

মৃত স্কুলছাত্র আদি আলম (১৫) শহরের ইনাতাবাদ এলাকার সৌদি প্রবাসী ফজলু আলমের ছেলে ও হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে সদর থানার এসআই আব্দুর রহিম জানান, আদি আলম তার মায়ের কাছে মোটরসাইকেল কিনে দেয়ার বায়না ধরে। কিন্তু মা তা দিতে রাজি হননি। এতে অভিমান করে সে মঙ্গলবার রাতে ঘরের সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করে। পরিবার থেকে বিষয়টি সদর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, লাশটি ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

   

About

Popular Links

x