Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

ফরিদপুরের মধুখালীতে বিরল প্রজাতির মেছো বাঘ আটক

স্থানীয়রা একটি বাঁশঝাড়ের আড়ালে মেছো বাঘটি দেখতে পেয়ে ধাওয়া দিলে বাঘটি গাছে উঠে যায়।

আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ০৯:৩০ পিএম

ফরিদপুরের মধুখালীতে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটক করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বাগাট ইউনিয়নের চাঁনপুর গ্রামে এলাকাবাসী বাঘটিকে আটক করে।

পরে মধুখালী দমকল বাহিনীর সহায়তায় স্থানীয় উপজেলা প্রশাসনের কাছে সেটিকে হস্তান্তর করা হয়।

বাগাট ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার বলেন, স্থানীয়রা একটি বাঁশঝাড়ের আড়ালে মেছো বাঘটি দেখতে পেয়ে ধাওয়া দিলে বাঘটি গাছে উঠে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়।

ইউএনও মো. মোস্তফা মনোয়ার জানান, খবর পেয়ে উপজেলা বনবিভাগ, ফায়ার সার্ভিস এবং থানা পুলিশ ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মেছো বাঘটিকে উদ্ধার করেন। বাঘটি ফরিদপুর বনবিভাগে হস্তান্তর করা হবে।

About

Popular Links