Tuesday, June 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

জমিজমা নিয়ে বিরোধ, প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে হত্যার অভিযোগ বাবা-মায়ের বিরুদ্ধে

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে এক বাবা-মায়ের বিরুদ্ধে

আপডেট : ১৩ মে ২০২৫, ১১:৩৪ এএম

কুড়িগ্রাম সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে খুন করার অভিযোগ উঠেছে এক বাবা-মায়ের বিরুদ্ধে। এ অভিযোগে নিহতের বাবা জাহিদুর ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

গ্রেপ্তার জাহিদুল সদর উপজেলার হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা। হত্যার শিকার স্কুল ছাত্রী জান্নাতি (১৫) জাহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, জাহিদুলের সঙ্গে তার প্রতিবেশি মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। প্রতিপক্ষদের ফাঁসানোর উদ্দেশ্যে শনিবার গভীর রাতে স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় মেয়ে নবম শ্রেণির শিক্ষার্থী জান্নাতিকে রড ও দা দিয়ে কুপিয়ে হত্যা করে ভুট্টা খেতে মরদেহ ফেলে রাখেন এবং খড়ের পালায় আগুন লাগিয়ে দেন।

পরে হত্যার ঘটনায় নিহতের চাচা খলিল হক (৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার দায়েরের পর কুড়িগ্রাম থানা পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে পুলিশ জানতে পারে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের মেয়েকে হত্যা করেন বাবা-মা।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মামলার তদন্তকারী অফিসার কুড়িগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে মাত্র ৪ ঘন্টার মধ্যে ওই ঘটনার মূল রহস্য বের করে। এ ঘটনায় নিহতের বাবা জাহিদুলসহ মা মোর্শেদা বেগম (৩৮)  ও চাচী শাহিনুর বেগম (৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে।”

আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান বজলার রহমান।

   

About

Popular Links

x