Wednesday, June 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

৬ ঘণ্টা পর শাহবাগ দিয়ে যান চলাচল শুরু

তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও কাকরাইলে অবস্থান করছেন

আপডেট : ১৪ মে ২০২৫, ১০:২৮ পিএম

৬ ঘণ্টা পর রাজধানী ঢাকার শাহবাগ মোড় থেকে আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এরপর থেকে গুরুত্বপূর্ণ ওই সড়কে যান চলাচল শুরু হয়েছে।

বুধবার (১৪ মে) দুপুর ২টার দিকে ডিপ্লোমাকে ডিগ্রির মান দেওয়ার দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার নার্সিং শিক্ষার্থী। ‘‘ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি’’র ব্যানারে সারাদেশের নার্সিং শিক্ষার্থীরা এ আন্দোলনে অংশ নেন।

রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ব্যারিকেড সরিয়ে নেওয়ার পর নার্সিং শিক্ষার্থীরা জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য তাদের ঘিরে রাখেন।

নার্সিং শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাকরাইল মোড় অবরোধের কারণে এই দুই জায়গা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট, কাকরাইলসহ এর আশপাশের এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন নগরবাসীরা।

বিক্ষোভ চলাকালীন শিক্ষার্থীরা বলেন, “দাবি আদায়ে বুধবার (১৪ মে) সকাল থেকেই আমরা কেন্দ্রীয় শহিদ মিনারে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এ সময় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা শাহবাগে এসেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।”

আন্দোলনের সমন্বয়ক সজীব সাংবাদিকদের বলেন, “আমরা বিগত সরকারের আমলে ২০২১ সালে একই দাবিতে আন্দোলন করে আসছি। কিন্তু সে সরকার আমাদের আশ্বাস দিলেও কোনো উদ্যোগ নেয়নি।”

তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার গত ৭ এপ্রিল আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে আমাদের দাবির বিষয় বিবেচনা করা হবে বলে জানিয়েছিল। আমরা বলছিলাম, এক মাসের মধ্যে প্রজ্ঞাপন দিতে হবে। কিন্তু সরকার কথা রাখেনি।”

   

About

Popular Links

x