Wednesday, June 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাম্য হত্যার বিচার চেয়ে বৃষ্টির মধ্যেই শাহবাগ অবরোধ ছাত্রদলের

শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:১৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ মোড় অবরোধ করেছে ছাত্রদল।

মঙ্গলবার (২০ মে) দুপুর ৪টার দিকে ছাত্রদলের নেতা-কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এসময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে মঙ্গলবার দুপুর থেকেই রাজধানীর অধিকাংশ জায়গায় বৃষ্টি হচ্ছে। শাহবাগেও এর ব্যতিক্রম নয়। বৃষ্টির মধ্যেই শাহবাগ মোড়ে ছাত্রদলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান করছেন। এসময় তারা ‘‘বিচার বিচার বিচার চাই, সাম্য হত্যার বিচার চাই’’, ‘‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’’ প্রভৃতি বলে স্লোগান দিচ্ছেন।

এর আগে সাম্য হত্যা মামলার তদন্তে ‘‘গাফিলতি’’র প্রতিবাদ এবং প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে রবিবার বিকেলে পৌনে ২ ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে রেখেছিল ছাত্রদল।

ওই কর্মসূচি থেকে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছিলেন ছাত্রদলের শীর্ষ নেতারা। শাহরিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারে সরকারের সদিচ্ছার অভাব দেখা গেলে যমুনা ঘেরাওয়ের হুমকিও দিয়েছিলেন তারা।

এর আগে গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হন। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।

   

About

Popular Links

x