যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তো কোনো লাভ নেই। আদালতে যে আইনি লড়াই সেটা লড়তে হবে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত দিনব্যাপী “যুব সমাবেশ ২০২৫” আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “যখন সরকার কাজ করে তখন একটা বডি হিসেবে কাজ করে, কেউ ব্যক্তিগতভাবে এখানে সিদ্ধান্ত নিতে পারেন না। বিশেষ করে কোনো বড় ধরনের সিদ্ধান্ত আমি একা নিচ্ছি, এটা ভাবার কোনো কারণ নেই। এখানে আইনি জটিলতা আছে এবং আদালতে বিষয়টি বিচারাধীন। যে জটিলতাগুলো রয়েছে সে বিষয়ে আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি।”
অনুষ্ঠানের বক্তব্যে উপদেষ্টা বলেন, “বাংলাদেশের তরুণদের যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব। আমরা চাই, দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাই যেন অংশগ্রহণ করে। যেভাবে অতীতে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে সক্রিয়তা দেখিয়েছেন তরুণরা, অর্থনীতিতেও সেই ভূমিকা দরকার।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান।
এ ছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুর রহমান। সমাবেশে বিভিন্ন জেলা থেকে আসা ৭০০ জন যুবক ও যুবনারী অংশ নেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী যুব প্রতিনিধি ও পুরস্কারপ্রাপ্তরা মতবিনিময় করেন।