Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা উত্তরের প্রশাসককে অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

৪৮ ঘণ্টার মধ্যে অপসারণ না করা হলে যমুনা ঘেরাওয়ের ঘোষণা

আপডেট : ২০ মে ২০২৫, ০৭:৫২ পিএম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে গণ অধিকার পরিষদ।

মঙ্গলবার (২০ মে) গুলশানে ডিএনসিসি ভবনের সামনে সংগঠনটির নেতাকর্মীরা অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে। সংগঠনটির দাবি, মোহাম্মদ এজাজ হিজবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

যদিও রবিবারই ডিএনসিসির মুখপাত্র ও তথ্য কর্মকর্তা ফারজানা ববি এক বিবৃতিতে জানিয়েছেন, মোহাম্মদ এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ ওঠছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত।

বিবৃতিতে বলা হয়েছিল, ২০১৫ সালে মোহাম্মদ এজাজের মালিকানাধীন একটি ভবন থেকে কয়েক ব্যক্তির গ্রেপ্তারের ঘটনাটিকে বিকৃতভাবে উপস্থাপন করে তার বিরুদ্ধে হিজবুত তাহরীরের সঙ্গে যুক্ত থাকার মিথ্যা অভিযোগ আনা হয়। ওই ভবনে বাস না করা সত্ত্বেও, এমনকি ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক না থাকার পরও শুধু ভবনের মালিকানার সূত্রে তার নাম ওই অভিযোগের সঙ্গে জড়ানো হয়। পরবর্তী তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় তিনি সম্পূর্ণরূপে খালাস পান, যা তাকে নির্দোষ হিসেবে প্রতিষ্ঠিত করে।

বিক্ষোভ সমাবেশে গণ অধিকার পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারুক হাসান বলেন, “২০১৮ সাল পর্যন্ত ডিএনসিসি প্রশাসক এজাজ নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় নেতা ছিলেন। শুধু নেতা বললে ভুল হবে, প্রথম সারির নেতা ছিলেন। হিজবুত তাহরীর করার কারণে একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল। এরপর আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে কারাগার থেকে বেরিয়ে আওয়ামী লীগে যোগ দেন তিনি। ২০২৩ সাল পর্যন্ত তিনি আওয়ামী লীগ করেছেন।”

ফারুক হাসান আরও বলেন, “আওয়ামী লীগের ধান্দাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিটি অপকর্মের সঙ্গে এজাজ সম্পৃক্ত ছিলেন। এরপর আন্দোলন-সংগ্রাম শুরুর পর খোলস পাল্টে এ সরকারের নব্যবিপ্লবী বনে যান। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সঙ্গে তলে তলে গোপন চুক্তি করে এই এজাজ আজকে সিটি করপোরেশনের জমিদার।”

৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে গণ অধিকার পরিষদের এই নেতা আরও বলেন, ‘‘বৃহস্পতিবার পর্যন্ত এ সরকার তথা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে আলটিমেটাম দিচ্ছি। এর মধ্যে এজাজকে অপসারণ করে গ্রেপ্তার করা না হলে আগামী শনিবার আমাদের কর্মসূচি হবে যমুনার সামনে।’’

উল্লেখ্য, গণঅধিকার পরিষদ এমন এক সময় ডিএনসিসি ভবনের সামনে অবস্থান নিলো যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ডিএসসিসির মেয়র পদে ইশরাককে শপথ পড়ানোর দাবিতে সাত দিন ধরে কর্মসূচি পালন করছেন তারা।

   

About

Popular Links

x