Tuesday, June 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লায় মাটি কাটার গর্তে জমে থাকা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

তারা সম্পর্কে আপন মামা-ভাগনে

আপডেট : ২০ মে ২০২৫, ১০:০৯ পিএম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশুর নাম জিহাদ হোসেন (৫) ও মো. রায়হান (৩)। তারা সম্পর্কে আপন মামা-ভাগনে।

পরিবার সূত্রে জানা যায়, আজ (মঙ্গলবার) দুপুরে তারা বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের আর দেখা না পাওয়ায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে সম্প্রতি মাটি কেটে তৈরি করা একটি ডোবায়, যেখানে বৃষ্টির পানি জমে ছিল, সেখান থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করা হয়। পরে দ্রুত তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম বলেন, ‘‘শিশুদুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

   

About

Popular Links

x