রাজধানী ঢাকায় আজ বৃহস্পতিবার একাধিক জায়গায় বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি ঢাকায় অন্তত ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এতে অনেক এলাকায় পানি জমে গেছে। এমনকি বড় সড়কেও পানি আটকে আছে। ফলে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ফলে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
আর ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন সকাল থেকেই। এই দুই আন্দোলন রাজধানীর যানজট পরিস্থিতিকে নাজুক করে দিয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বৃষ্টি।
অন্যদিকে, বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে যাত্রাবাড়ি চৌরাস্তায় নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে দেশের অন্যত্রও। তবে দক্ষিণাঞ্চলে বৃষ্টির পরিমাণ অপেক্ষাকৃত কম।