Thursday, June 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক ইশরাকের

ইশরাক বলে, ‘দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আশা পর্যন্ত চলেছে লড়াই চলবে’

আপডেট : ২২ মে ২০২৫, ০১:৫৮ পিএম

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই আদেশের ফলে, ইশরাক হোসেনকে শপথ দিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। তবে আন্দোলনকারীদের রাস্তা না ছাড়ার নির্দেশ দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডিএসসিসি মেয়র হিসেবে শপথ পড়ানোর বিষয়ে আদালতের আদেশের পর এক ফেসবুক পোস্টে এই নির্দেশ দেন তিনি।

ইশরাক হোসেন তার ভেরিফাইড ফেসবুক পেইজ থেকে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আন্দোলনকারী ভাইদের বলবো এইসব মূলা দিয়ে গাধা বশ করা যায়, আমাদের না। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলেছে লড়াই চলবে। রাস্তা তো ছাড়বেন না, আরও বিস্তৃত করতে হবে।”

আন্দোলনকারীরা জানিয়েছেন, ইশরাককে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব না দেওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন।

   

About

Popular Links

x