গাজীপুরের কাপাসিয়ায় মাদক মামলার আসামি ধরতে গিয়ে তাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছে।
বুধবার (২১ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম (৫০) এবং থানার বিশেষ আনসার সদস্য মনিরুজ্জামান (৪৬)। হামলায় তারা দুজনই মাথায় আঘাত পেয়েছেন। কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, রাত ১২টার দিকে উপজেলার তরগাঁও ইউনিয়নের সৈয়দপুর গ্রামের এজাহারভুক্ত আসামি আল আমীনকে ধরতে যাই। এসময় আসামি ও তার লোকজন আমাকেসহ বাকি পুলিশ সদস্যদের ওপর দেশি অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমার মাথা ফেটে যায়। সঙ্গে থাকা আনসার সদস্যও আহত হন।”
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, এজাহারভুক্ত আসামিকে ধরতে গেলে আসামি ও তার সহযোগী লোকজনের হামলায় এক এসআই এবং একজন আনসার সদস্য আহত হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।”