Wednesday, June 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইন্টারকন্টিনেন্টাল মোড়েও ছাত্রদলের অবস্থান, তীব্র যানজট

শাহবাগ মোড়-সংশ্লিষ্ট সড়কগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে

আপডেট : ২২ মে ২০২৫, ০৩:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় ও হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা ইন্টারকন্টিনেন্টাল মোড়েও অবস্থান নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর পূর্বসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীদের শাহবাগ মোড়ে অবস্থান করতে দেখা গেছে।

ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়েছেন রাজধানীর সরকারি বাঙলা কলেজ, তিতুমীর কলেজ, ঢাকা মহানগর পশ্চিমসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীরা।

এদিকে, ছাত্রদল নেতাকর্মীদের অবস্থান ও বিক্ষোভের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ মোড়-সংশ্লিষ্ট সড়কগুলোয় তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন লোকজন।

   

About

Popular Links

x