Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

৪ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা

 বিজিপির একটি দল স্পিডবোটে করে এসে জেলেদের ধরে নিয়ে যায়।

আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ০১:২০ পিএম

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদী থেকে ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদী থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়। 

অপহৃত জেলেরা হলেন-শাহপরীর দ্বীপ বাজারপাড়ার বাসিন্দা মোহাম্মদ আবদুল্লাহ, আজিম উল্লাহ মাঝি, আবুল কালাম ও মোহাম্মদ হাসান। 

শাহপরীর দ্বীপের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. ফজলুল হক জানিয়েছেন, মঙ্গলবার সকালে শাহপরীর দ্বীপের বাসিন্দা আমান উল্লাহর মালিকাধীন একটি ট্রলারে করে চার মাঝি নাফ নদীতে মাছ ধরতে যান। কিছুক্ষণ পর মিয়ানমার থেকে বিজিপির একটি দল স্পিডবোটে করে এসে অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 'মাছ শিকারে যাওয়া বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে বলে জেনেছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।'

   

About

Popular Links

x