Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

কক্সবাজারে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা, গ্রেপ্তার ১

এ ঘটনায় অস্ত্র এবং তৈরির সরঞ্জামসহ এক কারিগরকে গ্রেপ্তার করেছে পুলিশ

আপডেট : ০৪ জুন ২০২৫, ১০:৩৭ পিএম

কক্সবাজারের চকরিয়ায় একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় অস্ত্র তৈরির এক কারিগরকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ জুন) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, মঙ্গলবার (৩ জুন) রাতে ভেওলা মানিকচর ইউনিয়নের ছৈইন্ন্যারমার ঘোনা এলাকায় ওই কারখানায় অভিযান চালিয়ে একটি অস্ত্রের অংশবিশেষ ও অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। 

অভিযুক্ত ব্যক্তির নাম নুরুল আলম (৬০)। তিনি ওই ইউনিয়নের ভ্যৈারমার ঘোনার একটিক্কাপাড়ার বাসিন্দা।

জব্দ করা সরঞ্জাম

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদে পুলিশ জানতে পারে, ছৈইন্ন্যারমার ঘোনার একটি বাড়িতে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরির সময় নুরুলকে হাতেনাতে আটক করা হয়। এসময় সেখান থেকে অস্ত্রের অংশবিশেষ, কাঠের বাঁটসহ বডি, ব্যারেল, রাইফেলের গুলির খোসা, শটগানের কার্তুজ, কার্তুজের খোসা, ফায়ারিং পিন, অস্ত্র তৈরির যন্ত্রপাতিসহ বিপুল সরঞ্জাম জব্দ করা হয়।

আরও জানানো হয়, কারখানায় লোহার পাত কেটে ও অন্যান্য সরঞ্জাম দিয়ে দেশীয় অস্ত্র তৈরি করা হতো। এ ঘটনায় আর কারা কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আগেও একাধিক মামলা চলমান।

   

About

Popular Links

x