রাজধানীর মালিবাগ এলাকার কাঁচাবাজারে ভোরে আগুন লেগে বেশ কয়েকটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে লাগা এ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিভেন জানান, “বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটের দিকে কাঁচাবাজারটিতে আগুন লাগে।”
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে আসে। ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তবে সকাল ৯টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের আরেক ডিউটি অফিসার লিমা খানম।
মাহফুজ জানান, আগুন লাগার কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। এছাড়া হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। তবে প্রায় ৫০টির মত দোকান আগুনে পুড়ে গেছে।