রাজধানীর পল্লবীর মিল্লাত ক্যাম্প এলাকায় রাকিবুল ইসলাম সানি ওরফে পেপার সানি (২৬) নামে এক যুবককে হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পল্লবীর মিল্লাত ক্যাম্প থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পল্লবী থানা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম জানান, সকাল ৭টার দিকে খবর পেয়ে আমরা মিল্লাত ক্যাম্প এলাকা থেকে একটি মরদেহ উদ্ধার করি। নিহতের নাম রাকিবুল ইসলাম সানি। তিনি “পেপার সানি” নামে পরিচিত ছিলেন।
ওসি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল করা হয়। নিহত যুবক শার্ট ও জিন্স প্যান্ট পরিহিত ছিলেন। হাত-পা গামছা দিয়ে বাধা ছিল। গলা কাটা ও রক্তাক্ত ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
শফিউল আলম বলেন, “নিহত পেপার সানির বিরুদ্ধে পল্লবী থানায় মাদকসহ ৫টি মামলা রয়েছে। মাদক নিয়ে দ্বন্দ্ব নাকি অন্য কোনো কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তবে নিহতের পরিবারের দাবি, সানি একজন অটোরিকশাচালক ছিলেন। পরিবারের সদস্যদের অভিযোগ, গেল রমজান মাসেও একটি সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র তার ওপর হামলা চালিয়েছিল। সে সময় থানায় অভিযোগ দিলেও পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই এবার সানিকে নির্মমভাবে হত্যা করা হলো।
পরিবার আরও দাবি করেছে, স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী জিন্দা ও তার সহযোগীরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।