লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পারিবারিক কলহের কারণে ঈদের দিনে স্ত্রীকে গলাকেটে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী হাসিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ জুন) বিকেলে লালমনিরহাট বিজিবি ক্যান্টিন মোড়ের সেনাবাহিনীর অস্থায়ী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিবুলকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। এর জেরে ঈদের দিন শনিবার (৭ জুন) হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রী এ্যামি বেগমের গলাকেটে হত্যা করে পালিয়ে যায়।
পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে পাটগ্রাম থানায় পুলিশকে খবর দেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, “হত্যাকাণ্ডের পর আসামি হাসিবুল সীমান্তবর্তী এলাকা দিয়ে পালানোর আশঙ্কা ছিল। তাই তাৎক্ষণিকভাবে বিজিবি ও সেনা ক্যাম্পগুলোকে সতর্ক করা হয় এবং চেকপোস্ট বসানো হয়। সেনাসদস্যরা বিজিবি ক্যান্টিন মোড়ের চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে হাসিবুলকে আটক করলে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পাটগ্রাম থানায় একটি হত্যা মামলা হয়েছে।”