Tuesday, July 15, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেশে আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত

গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, শনাক্তের হার ১২.৮৭%

আপডেট : ১০ জুন ২০২৫, ০৬:৫৮ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। তবে এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।  

এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১,৭৬০ জনে। 

মঙ্গলবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে প্রাণঘাতি করোনাভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ১৩ জন। আক্রান্তদের প্রত্যেকেই ঢাকা মহানগরী এলাকার বাসিন্দা।

এতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন দুইজন। এর ফলে এ সংখ্যা ২০ লাখ ১৯,৩৭৮ জনে দাঁড়িয়েছে।

মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩.০৫%। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১২.৮৭%।

এ নিয়ে দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১,৭৬০ জনে। আর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯,৫০০ জনে।

 

   

About

Popular Links

x