ঢাকার কেরানীগঞ্জে গলায় গামছা প্যাঁচানো ও এক হাতের কবজি বিচ্ছিন্ন অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) দুপুর ৩টার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের নরুন্ডি এলাকায় কিংস্টার হাউজিং প্রকল্পের ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যক্তির নাম জাকির ভূঁইয়া (২৫)। তিনি পরিবার নিয়ে কেরানীগঞ্জ মডেল থানাধীন নরুন্ডি এলাকায় বসবাস করতেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বাসা থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিহতের বাবা জলিল ভূঁইয়া বলেন, ‘‘আজ (বুধবার) দুপুরে লোকমুখে জানতে পারি, আমার ছেলের মরদেহ কিংস্টার হাউজিং প্রকল্পের ঝোপের মধ্যে পড়ে আছে। তাৎক্ষণিক সেখানে গিয়ে দেখি ছেলের লাশের হাতের ডান হাতের কবজি নেই। গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ছিল।’’
তিনি আরও বলেন, ‘‘দুই সপ্তাহ আগে উজ্জ্বল নামের এক যুবকের সঙ্গে আমার ছেলের ঝগড়া ও হাতাহাতি হয়। ওই সময় রাগের মাথায় আমার ছেলে উজ্জ্বলের হাতে কেঁচি ছুড়ে মেরেছিল। ঘটনার দিনই উজ্জ্বল লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে বলে যায়, ‘যে হাত দিয়ে তোর ছেলে আমারে কেঁচি ছুড়ে মেরেছে, সেই হাত কেটে তাকে মেরে ফেলব।’ ঘটনার কয়েকদিনের মধ্যেই আজকে আমি আমার ছেলের কবজি কাটা লাশ পেলাম। যে বা যারা আমার ছেলেকে এমন নৃশংসভাবে হত্যা করেছে, আমি তাদের ফাঁসি চাই।’’
এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) ইলিয়াস হোসেন বলেন, “জাতীয় জরুরি সেবা নম্বরে খবর পেয়ে ওই অটোরিকশাচালকের মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”