Thursday, July 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ময়মনসিংহ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ১৬ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

আপডেট : ১৩ জুন ২০২৫, ০২:০৬ পিএম

ময়মনসিংহ ও পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ আরও ১৬ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (১২ জুন) রাতে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ৯ জন এবং শুক্রবার (১৩ জুন) ভোরে পঞ্চগড়ের অমরখানা সীমান্ত দিয়ে আরও ৭ জনকে ঠেলে পাঠানো হয়।

৩১ বিজিবি মুন্সিপাড়া সীমান্ত ফাঁড়ির কমান্ডার নায়েক সুবেদার খায়রুল ইসলাম সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “ময়মনসিংহ সীমান্তে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ভারতের চেন্নাইসহ বিভিন্ন এলাকায় অবস্থান করে বিভিন্ন কাজ করছিলেন। তাদের মধ্যে কয়েকজন চার-পাঁচ বছর আগে সেখানে গিয়ে বসবাস শুরু করেন। অন্যরা কয়েক মাস আগেই গিয়েছিলেন। আটক ৯ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে।”

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “পঞ্চগড় সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো ৭ জন প্রায় পাঁচ বছর ধরে ভারতের মুম্বাই ও আশপাশের এলাকায় বসবাস করতেন। সেখানে তারা বিভিন্ন কাজ করতেন। সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে বাগডোগরা বিমানবন্দরে নিয়ে যায়। পরে তাদের বাসে করে সীমান্ত এলাকায় এনে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়।”

   

About

Popular Links

x